অ্যালোভেরা কি?
ইংরেজিতে এই উদ্ভিদের নাম অ্যালোভেরা বলা হলেও গ্রাম বাংলার মানুষের কাছে এটি ঘৃতকুমারী নামে পরিচিত যা একটি বহুগুণ সম্পন্ন ভেষজ ওষধি উদ্ভিদ। এতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান। যেমনঃ ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি।
স্কিনের হাইড্রেশন লেভেল ঠিক রেখে হারানো গ্লো ফিরিয়ে আনা, সজীব ও সতেজ রাখা, চুল পড়া রোধ করা, চুল ঘন ও লম্বা করা এসব এর জন্য যেসব কসমেটিক্স আমরা সচরাচর ব্যবহার করি সেগুলোর একটি সাধারণ উপাদান হল অ্যালোভেরা। অনেক ধরণের ঔষধি উপাদান থাকায় সৌন্দর্য জগতে অ্যালোভেরা দিয়ে রূপচর্চার প্রচলন ও ব্যবহার অনেক বেশী।
স্কিন ও হেয়ার কেয়ারে অ্যালোভেরা দিয়ে রূপচর্চার গুরুত্ব সবারই কম বেশি জানা আছে। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই রূপচর্চার জন্য এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান অ্যালোভেরাকেই বেছে নিয়েছি। কিন্তু এই অ্যালোভেরা দিয়ে রূপচর্চা করে আমরা কি সব সময়ে সঠিক এবং কার্যকরী ফলাফল পাচ্ছি? মনে হয়তো না…!!!
এর আসল কারণ হলো আমরা অ্যালোভেরা দিয়ে রূপচর্চার সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানি না। তাই আমরা আমাদের আজকের আলোচনাটি সাজিয়েছি অ্যালোভেরা কিভাবে স্কিন ও হেয়ার কেয়ারের জন্য ইউজ করবেন এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিতে।