মাজু ফল কি?
মাজু ফল , এটি মূলত একটি চাইনিজ ফল । গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না । এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে । গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি । এটি ওক গাছে হয়ে থাকে । বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে । তাই চাইনিজ মার্কেটে এটি বেশি পাওয়া যায় । মাজুফল বা গাল নাট এর নানা রকম ব্যবহার রয়েছে । ব্রন দূর করতে মাজুফলের চেয়ে ভালো কিছু আর হতে পারে না । মাত্র কয়েক টা তেই কাজ হয় । আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায় । মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল অনেক আগে থেকে কোরিয়া ও চায়নার মহিলারা ব্যবহার করে আসছে । এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের । বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে মাজু ফলের এর ব্যবহার রয়েছে । যদিও এটা বেশ দূর্লভ ও সব জায়গায় পাওয়া যায় না কিন্ত এটি এমন এক যাদুকরী ফল যা ব্যবহারে আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে অবাক করার মত।
মাজুফল কিভাবে তৈরি হয়?
এই মাজুফল আসলে ওক গাছের বাকল ও বোলতার বর্জ্য পদার্থ দিয়ে তৈরি একটি বাসা যার ভেতর সেই বোলতার লার্ভা বেড়ে ওঠে। বোলতার প্রজননের সময় এরা ওক গাছের গায়ে ছিদ্র করে এবং ডিম পাড়ে। এই ছিদ্রের ফলে গাছের গায়ে ট্যানিক এসিড (Tannic acid) এবং গ্যালিক এসিড (Gallic acid) নামক এক প্রকার রস বের হয় এবং বোলতার বর্জ্যের সাথে মিশে একটি ফল বা বলের আকৃতি তৈরি করে। এই বলের ভেতরেই সেই বোলতার লার্ভা বেড়ে ওঠে এবং যখন পূর্ণাঙ্গ রূপ নেয়, তখন তা ছিদ্র করে বের হয়ে আসে। এই পরিত্যক্ত বল বা বাসাটিই হচ্ছে মাজুফল!
প্রস্তুত করণ পদ্ধতিঃ
- ৭-৮ টা মাজু ফল পরিমাণ মত পানিতে অল্প আচে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে।
- এই পরিমান পানিতে সিদ্ধ করতে হবে যেন কিছু পরিমাণ পানি অবশিষ্ট থাকে । সিদ্ধ হয়ে গেলে পান ই সহ নামিয়ে নিতে হবে ।
- পানি ছেকে ফেলে দেয়া যাবে না । পানি সহ ব্লেন্ড করে নিতে হবে ।
- পেস্ট টি ঠাণ্ডা করে ব্যাবহার করতে হবে । ফ্রিজে রেখে ব্যবহার করা যায় ।
- সপ্তাহে ৩দিন এই পেস্ট ব্যবহার করতে হবে ।
গুনাগুণঃ
এটি ব্যবহারে আপনি অনেকগুলো সমস্যার সমাধান পাবেন । ব্রন দূর হবে ভেতর থেকে , স্কিন টান টান হবে , স্কিন এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। বয়সের ছাপ দূর করে , মুখের ছোট ছোত গর্ত দূর করে , স্কিন সফট করে , নিয়মিত ব্যবহারে ব্রনের সমস্যা দূর হয় ।