Hair grow

চুল গজানোর ঔষধ

মাথায় নতুন চুল গজানোর ঔষধঃ-

বর্তমানে চুল গজানোর চিকিৎসার জন্য এখন মাত্র দুটি চুল গজানোর ঔষধ প্রচলিত আছে। প্রথমটি হচ্ছে মিনোক্সিডিল – যা পুরুষ ও মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন, এবং অপরটি হচ্ছে ফিনাস্টেরাইড – যা শুধু পুরুষের জন্য। তবে দুটি ঔষধের প্রতিটির মধ্যেই রয়েছে  কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, এবং এ দুটি ঔষধ যে সবার ক্ষেত্রে সমান কাজ করবে তাও না।

এই ঔষধ যার শরীরে কাজ করে তার চুল খুব দ্রুত উঠে যায় অনেকে আবার পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য এইসব ঔষধ না নিয়ে ন্যাচারাল যে সব পদ্ধতি আছে তারা তা গ্রহন করেন।আমি এমন অনেক কে দেখেছি যারা ন্যাচারাল পন্য ব্যাবহার করে ভালো ফলাফল পেয়েছেন।ঠিক তেমন একটি তেল পেয়ে যাবেন পাইকারিঘরে সিক্রেট হেয়ার অয়েল এটি ব্যাবহারে অনেকে ভালো ফল পেয়েছেন আপনি ও ব্যাবহার করতে পারেন।

 

মাথায় চুল গজানোর প্রাকৃতিক উপায়ঃ-

মাথায় চুল গজানোর অনেক প্রাকৃতিক কার্যকরি পদ্ধতি রয়েছে সব পদ্ধতি যে আপনার মাথায় কাজ করবে ঠিক এমন না।আমি কিছু পপুলার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি। নতুন চুল গজানোর জন্য আমাদের অনেক পরিচিত একটি জিনিস হল নারিকেল এই নারিকেল ব্যাবহার করে আপনি আপনার মাথায় নতুন চুল গজাতে পারেন।আসুন জেনে নেই, কি ভাবে ব্যাবহার করব এই  নারিকেল। প্রথমে নারিকেল নিয়ে আমরা তার থেকে ভালো করে চিপে নারিকেলের দুধ বের করে নিব তারপর নারিকেলের দুধের সাথে আমরা নারিকেল তেল এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক করে মাথায় ব্যাবহার করব। সারা রাত মাথায় রেখে সকালে শ্যাম্পু করে নিব এভাবে ৩-৪ সপ্তাহ ব্যাবহার করলে দেখবেন আপনার মাথায় নতুন চুল গজানো শুরু হয়ে গেছে।

ন্যাড়া হলে কি নতুন চুল গজায়ঃ-

আমাদের দেশে এখন ও অনেক ভুল প্রথা প্রচলিত আসে, এখনো গ্রামের মানুষ মনে করেন বার বার ন্যাড়া হলে মাথার চুল ঘন হয় বা মাথায় নতুন চুল গজায়। আসলে বৈজ্ঞানিক গবেষনায় এইসব কথার কোন ভিত্তি নেই, আপনি ন্যাড়া হলে আপনার মাথায় যেটুকু চুল ছিল আপনি তা ফেলে দিসেন তার সাথে নতুন চুল গজানোর কোন কালেকশন নেই।

অনেক সময় ন্যাড়া হওয়ার মাথা হাতে লাগলে মনে হয় শক্ত, মোটা চুল বেরোচ্ছে, কিন্তু আসলে এটা কাটা চুলটিরই নিচের অংশ। ধীরে ধীরে এই মোটা অংশটি বেরিয়ে আবার আগের মতো সরু হয়ে যাবে। চুল যেরকম ছিল, চুল উঠার পর ঠিক একই অবস্থায় ফিরে যাবে। তাই চুল বাড়ার জন্য চুল কাটা বা ন্যাড়া হওয়ার কোনো যৌক্তিকতা নেই।

কপালে নতুন চুল গজানোর ঔষধঃ-

অনেকের মাথার চুল কমে গেলে কপাল আস্তে আস্তে বড় হতে থাকে এবং এটা নিয়া দুশ্চিন্তা করেন কি ভাবে কপালে নতুন চুল গজানো যায়। ন্যাচারালি কপালে নতুন চুল গজানোর জন্য আপনি ব্যাবহার করতে পারেন ক্যাস্টর অয়েল এটি ব্যাবহারের ফলে আপনার কপালে নতুন চুল গজানোর সম্ভাবনা রয়েছে। আপনি গোসলের আগে ক্যাস্টার অয়েল আপনার কপালে লাগিয়ে ১/২ ঘন্টা রাখুন এবং তার পর গোসল করে নিন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি ফল পেতে শুরু করেছেন, কিন্তু ক্যাস্টর অয়েল বেশী পরিমানে ব্যাবহার না করাই ভালো এটি আপনার মুখে লেগে থাকলে মুখে ব্রন হওয়ার অনেক সম্ভাবনা থাকে।

 

নতুন চুল গজাতে কতদিন সময় লাগেঃ-

নতুন চুল গজানোর কোন নির্দিষ্ট সময় নাই আসলে নতুন চুল গজানোর সময় পুরাটা নির্ভর করে আপনার মাথার ত্বকের উপর।আপনার মাথার ত্বকে যদি পর্যাপ্ত পরিমান এমাইনো এসিড থাকে তাহলে আপনার নতুন চুল গজাতে বেশী সময় লাগবে না।আপনার খাদ্যভাসে পরিবর্তন এনে ও আপনি আপনার শরীরে এমাইনো এসিডের জোগান দিতে পারেন যেমন মাছ, মাংস, বাদাম ইত্যাদি খাবারের তালিকায় রাখতে পারেন।নন ভেজিটেরিয়ান খাবারে প্রোটিনের  পরিমান অনেক বেশী থাকে।এসব খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারেন।

 

কোন ভিটামিন চুল গজাতে সাহায্য করেঃ-

চুলের যত্নে সব থেকে বেশী কার্যকরী উল্লেখযোগ্য ভিটামিন গুলার মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই উল্লেখযোগ্য।ভিটামিন সি দেহের পুস্টি ও আয়রন শোষনে সাহায্য করে এবং আয়রন ও অন্যান্য উপাদান চুলের সাস্থ্য রক্ষায় সাহায্য করে। ভিটামিন সি দেহের কোলাজেন তৈরি করে যা চুল বাড়াতে সাহায্য করে এবং চুলের আগা থেকে গোড়া পর্যন্ত চুল কে করে শক্ত ও মজবুত যেন চুল সহজে ভেঙ্গে না পরে এবং নতুন চুল গজিয়ে চুল গুলা করে ঘন ও কালো। আপনি আপনার খাবারের তালিকায় টক জাতীয় খাবার রাখতে পারেন যাতে রয়েছে প্রচুর ভিটামিন সি। 

কি কি কাজ করলে নতুন চুল গজায়ঃ-

প্রথমে আপনাকে আপনার লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে। আপনার দৈনন্দিন খাদ্যবাস , চলাফেরা ও ঘুমে আনতে হবে অনেক পরিবর্তন। আপনি যদি নতুন চুল গজাতে চান আপনাকে খেতে হবে সব ভিটামিন জাতীয় খাবার যেমন ফল, শাক, সবজি এবং সাস্থ্যকর খাবার। আপনাকে রেগুলার ব্যায়াম করতে হবে যেন আপনার শরীরে রক্ত চলাচল ভারে এবং সব অরগান ঠিক মত কাজ করে। প্রত্যেকটা মানুষের জন্য সব থেকে গুরুত্ব পার্ট হল ভালো ঘুম হওয়া যদি আপনার ভালো ঘুম হয় তাহলে আপনার শরীর হবে উদীপ্ত এবং সাস্থ্য থাকবে ভালো যার জন্য মাথার চুল পড়া কমে যাবে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে।

Marketing Partner- Foresight IT
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *