প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে কীভাবে একটু একটু করে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওজ়োন স্তর, ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ, বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে পরিবেশকে কিভাবে বাঁচানো যায়। আর এর সাথে আপনার রূপ-রুটিনও তার ব্যতিক্রম কিছু নয়। তাই আপনি জেনে নিন এমন কিছু বিউটি টিপস যা মেনে চললে আপনার সৌন্দর্য তো অটুট থাকবেই, এবং উপকৃত হবে পরিবেশও।
আমি আপনাদের রূপচর্চার ৮টি বিউটি টিপস দিব,যা মেনে চললে আপনার সৌন্দর্য অটুট থাকবে-
(১) বেশি শ্যাম্পু করা ঠিক না, এতে চুল ক্ষতিগ্রস্ত হয়। সপ্তাহে দু’ একবার শ্যাম্পু করাই বেটার। আপনার চুল এর জন্য এমন শ্যাম্পু বেছে নিন যা দীর্ঘ সময় ধরে আপনার চুল আর স্ক্যাল্প পরিষ্কার, তরতাজা রাখবে।
(২) সপ্তাহের মাঝে আপনার চুল যদি খুব তেলতেলে হয়ে যায়,তাহলে ভরসা রাখুন ড্রাই শ্যাম্পুর উপর। চুলে ভল্যুম আর টেক্সচার দিতে ড্রাই শ্যাম্পু দারুণ কাজ করে। তা ছাড়া সদ্য শ্যাম্পু করা চুলের থেকে কয়েকদিনের বাসি শ্যাম্পু করা চুলেই স্টাইলিংটা খোলে ভালো। তাই ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন।
(৩) একটি সহজ ফেসপ্যাকও বানিয়ে ব্যবহার করতে পারেন। তার জন্য ছোট শিশিতে মধু, অল্প পরিমান কফি এবং এক চিমটে হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করে হাতের কাছে রাখতে পারেন। যখন সময় হবে চট করে নিজের মুখে লাগিয়ে বাড়ির অন্যান্য কাজ করে ফেলবেন। এভাবে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন। এতে আপনার ত্বক হয়ে উঠবে সজীব ও সতেজ।
(৪) যখন আপনি ফল কাটবেন,তখন কয়েক টুকড়ো ফল ফ্রিজে রেখে দিন। ভালো ভাবে জমে গেলে সেই ফলগুলি বার করে আলতো ভাবে মুখে ঘসুন। এতে একসাথে আইস ফেশিয়াল ও ফ্রুট ফেশিয়াল দুইয়েরই উপকার পাবেন। এর জন্য কোন নিদ্ধারিত ফল নেই, যে কোনও ফল যেমন- তরবুজ, পেপে, কলা, আম ইত্যাদি ব্যবহার করতে পারবেন। ১৫-২০ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফেলুন।
(৫) যখন টমেটো কাটবেন তখন কাটার সময় এর অর্ধেক অংশ আলাদা করে নিন। এর পর সেই অর্ধেক টমেটোয় সামান্য হলুদ মিশিয়ে নিজের মুখে ভালো ভাবে ডলুন। রান্না করতে করতে সহজেই এটি করা যায়। আধ ঘণ্টা লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে নিন। এর ফলে ত্বকের ট্যানিং দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়।
(৬) চোখের নিচে যদি কালো দাগ থাকে তবে ত্বকের সৌন্দর্য প্রকাশ করতে ব্যহত ঘটায়। আর এই দাগ থাকলে মুখের সৌন্দয্য অসুন্দর দেখায়। আর এই দাগ দূর করার জন্য যতেন আইক্রিম ব্যবহার করতে পারেন। এটি চোখের নিচে কালো দাগ দূর করার জন্য খুবেই উপকারী।
-
সিক্রেট ফেসপ্যাক
সিক্রেট ফেসপ্যাক পরিমান : ২৫০ গ্রাম। কাজঃ স্কীন ফেয়ার, গ্লো এবং স্মুথ করে। সান বার্ন…Add to cart 380.00৳
(৭) চুলে শ্যাম্পুর করার পর কডিশনার করার সময় পান না অনেক গৃহিণীই। এর ফলে চুল হয়ে যায় রুক্ষ। স্ক্যাল্প ও চুল অধিক শুষ্ক হলে নিজের শ্যাম্পুতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। শ্যাম্পু এবং অ্যালোভেরা জেল এই দুটোই এক সঙ্গে নিজের কাজ করবে চুলে। এতে আপনার চুলও যেমন পরিষ্কার হয়ে যাবে, তেমনই অ্যালোভেরা জেল আপনার চুলকে ময়শ্চারাইজও করে দেবে।
(৮) বাড়িতেই সহজ উপায়ে স্ক্রাব করার জন্য এটি বানিয়ে রাখতে পারেন। এর জন্য একটি খালি বোতল বা পাওডারের ডিবেতে ৫-৬ চামচ বেসন এবং ১ চামচ হলুদ মিশিয়ে বাথরুমে রেখে দিন। যখন গোসল করবেন সেই সময় সাবান লাগানোর পর এটি নিজের শরীরে ছিটিয়ে দিন এবং একসঙ্গে স্ক্রাব করুন। এভাবে মাত্র ৫-৭ দিন ব্যবহার করেই উপকার পেতে পারেন।
এছাড়াও আরও অনেক ছোট ছোট বিউটি টিপস আছে, চলুন জেনে নেই-
* কাঁচা দুধ নিয়ে তাতে তুলা ভিজিয়ে কয়েকদিন ঠোটে ঘষুন ,দেখবেন আপনার ঠোটের কালো দাগ উঠে যাবে।
* একটি হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে আপনার কপালে ও ঘাড়ে মালিশ করুন। এর ফলে আপনার ঐ স্থানের মাসেলগুলো রিলেক্স হবে এবং মাথা ব্যথা ও টেনশন কমবে।
* কয়েকটি পেয়ারা পাতা নিয়ে তারপর এক গ্লাস পানিতে সিদ্ধ করুন। এবার ওই পানি দিয়ে কুলকুচি করুন। দেখবেন আপনার দাঁত ব্যাথা কমে যাবে।
* তরমুজের বীচি বেটে ত্বকে লাগাবেন,এতে আপনার ত্বক ভালো থাকবে। এ ছাড়া ত্বকে সরাসরি তরমুজের বীচির তেল লাগাতে পারেন,এতে ব্রণের সমস্যা দূর হয়ে যায়।
* গলায়, ঘাড় ও মুখে পাউডার লাগানোর সময় হালকা ভেজা স্পঞ্জ ব্যবহার করুন। কমপ্যাক্ট পাউডার খুব সহজে আপনার গলায়, ঘাড় ও মুখে সেট করবে এবং বেশিক্ষণ মেকআপটিকে ধরে রাখবে।
-
সিক্রেট বডিপ্যাক
কালচে দাগ দূর, স্কিনের হারিয়ে যাওয়া উজ্জলতা ফিরিয়ে আনে ও সফট করে।। হাত, পা,ঘাড়,গলা,পেট,পিঠ সবখানে…Add to cart 450.00৳